ভারতের নির্বাচনের প্রশংসায় ওয়াশিংটন

সাত দফা লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে গত মঙ্গলবার। বাংলায় বড় ধাক্কা খেয়েছে বিজেপি। এবার এই আবহেই ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশংসা শোনা গেল আমেরিকার গলায়। আমেরিকা ভারতের নির্বাচনকে ‘বিশ্বের ইতিহাসে বৃহত্তম গণতান্ত্রিক প্রক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন।

গতকাল ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ। এনডিএ জোট সম্মিলিত ভাবে ২৭২এর ম্যাজিক ফিগারও পার করেছে। কংগ্রেস একাই ৯৯টি আসন পেয়েছে। সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭টি আসন, অন্যদিকে তৃণমূল ২৯ আসন এবং ডিএমকে পেয়েছে ২২টি আসন। এই আবহে এনডিএ জোট শরিককে ভাঙিয়ে বিরোধীরা সরকার গঠনের চেষ্টা করবে কিনা সকলের নজর এখন সেই দিকেই।

ভারতের নির্বাচন প্রতিক্রিয়া মার্কিন চাওয়া হয়েছিল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের থেকে। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারত সরকার ভারতের সকল ভোটারকে এই বিশাল নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কুর্নিশ জানাচ্ছি। চূড়ান্ত ফলের দিকে আমাদের নজর থাকবে। “