২৬ জুলাই মধ্যরাত থেকে শুরু হচ্ছে অ্যামাজনের বার্ষিক ‘অ্যামাজন প্রাইম ডে’, যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। প্রাইম ডে’র আগে ৮ জুলাই ২৪ জুলাই পর্যন্ত থেকে অ্যামাজনে যুক্ত থাকা অসংখ্য এসএমবি গ্রাহকদের জন্য ‘স্পেশাল ডিল’ প্রদান করছে। প্রাইম ডে’র উপলক্ষে বিভিন্ন পণ্য কেনাকাটার জন্য এসএমবি-গুলি ১০ শতাংশ ক্যাশব্যাক অফার দিচ্ছে।
অ্যামাজন প্রাইম ডে চলাকালীন প্রাইম মেম্বাররা বিভিন্ন ক্যাটাগরির পণ্যে ‘বেস্ট ডিল’ ও ‘সেভিংস’-এর সুবিধা পাবেন – যেমন স্মার্টফোন, কনজিউমার ইলেক্ট্রনিক্স, টিভি, অ্যাপ্লায়েন্সেস, অ্যামাজন ডিভাইস, ফ্যাশন অ্যান্ড বিউটি, হোম অ্যান্ড কিচেন, এভ্রিডে এসেন্সিয়ালস ও আরও অনেক কিছু। এবারের প্রাইম ডে’তে অ্যামাজন ‘স্মল ও মিডিয়াম বিজনেস’গুলিকে (এসএমবি) আগের মতোই সহায়তা জুগিয়ে যাবে। একইসঙ্গে অগণিত সেলার, ম্যানুফ্যাকচারার, স্টার্ট-আপ ও ব্র্যান্ডস, উওমেন এন্টারপ্রাইজ, আর্টিজান, উইভার ও লোকাল শপগুলির পণ্য ও প্রোডাক্টের প্রতি গ্রাহকদের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে সাহায্য করবে। এবারের প্রাইম ডে’তে প্রাইম ভিডিয়োর তরফে বহু প্রতীক্ষিত বিভিন্ন ভাষার মুভিগুলির ওয়ার্ল্ড প্রিমিয়ারের ব্যবস্থা করা হয়েছে।
ভারতে প্রাইম মেম্বাররা প্রাইমের নানারকম সুবিধা যেমন ফ্রী শিপিং, প্রাইম ভিডিয়োতে আনলিমিটেড মুভি ও টিভি শো, প্রাইম মিউজিকে ৭০ মিলিয়নের বেশি সঙ্গীত, প্রাইম রিডিংয়ে ১০০০-এরও বেশি বই, ম্যাগাজিন ও কমিকস, নতুন প্রোডাক্ট লঞ্চ, লাইটনিং ডিলসে আর্লি অ্যাক্সেসের সুযোগ, ইত্যাদি ভোগ করে থাকেন।