অ্যামাজন ইন্ডিয়া উৎসবের মরশুমের প্রাক্কালে তাদের অপারেশনস নেটওয়ার্কে ১১০০০০টিরও বেশি ‘সিজনাল জব’-এর সু্যোগ তৈরি করেছে। দেশজুড়ে প্রত্যক্ষ ও পরোক্ষ এইসব কাজের সুযোগ তৈরি হয়েছে বিভিন্ন শহরে, যেমন মুম্বই, দিল্লি, পুণে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ ও চেন্নাই। গ্রাহকদের অর্ডার নিরাপদে ও ভালভাবে পৌঁছে দেওয়ার জন্য নতুন নিয়োগপ্রাপ্তরা অ্যামাজনের বর্তমান অ্যাসোসিয়েট-দের নেটওয়ার্কে যোগ দিচ্ছেন। এদের মধ্যে থাকছেন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটরাও। তাদের কেউ কেউ ভার্চুয়াল সার্ভিস মডেলের অঙ্গ হিসেবে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সুবিধাও পাবেন।
এইসব নতুন কাজ ভারতে অ্যামাজনের প্রথম কেরিয়ার ডে উপলক্ষে ঘোষিত ৮০০০ কর্মসংস্থানের অতিরিক্ত। অবশ্য আগেই অ্যামাজন জানিয়ে দিয়েছিল, তারা ২০২৫ সালের মধ্যে ১ মিলিয়ন নতুন কর্মসংস্থানের সুযোগ নিয়ে আসবে। ২০২১ সালে অ্যামাজন ইন্ডিয়া তাদের ফুলফিলমেন্ট সেন্টার ও ডেলিভারি নেটওয়ার্কের পরিধি বৃদ্ধি করেছে। বর্তমানে ১৫টি রাজ্যে ৬০টিরও বেশি ফুলফিলমেন্ট সেন্টার, ১৯টি রাজ্যে সর্ট সেন্টার, ১৭০০টির বেশি অ্যামাজন-ওনড ও পার্টনার ডেলিভারি স্টেশন, বহু অ্যামাজন ফ্লেক্স ডেলিভারি পার্টনার ও প্রায় ২৮০০০ ‘আই হ্যাভ স্পেস’ পার্টনার রয়েছে।