ভারতে এযাবৎ ক্রমবর্ধমানভাবে ১১.৬ লক্ষের বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান, রপ্তানিক্ষেত্রে প্রায় ৫ বিলিয়ন ডলার নিবেশ ও ৪০ লক্ষেরও বেশি এমএসএমই’কে ডিজিটাইজ করেছে অ্যামাজন ইন্ডিয়া।
২০২০-এর জানুয়ারিতে বার্ষিক অ্যামাজন সম্ভব অনুষ্ঠানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারা ভারতে ২০২৫ নাগাদ ১ কোটি এমএসএমই’র ডিজিটাইজেশন, ক্রমবর্ধমানভাবে রপ্তানিক্ষেত্রে ১০ বিলিয়ন ডলার নিবেশ ও ২০ লক্ষ কর্মসংস্থান করবে। সেই লক্ষ্য অনুসারে অ্যামাজন কাজ করে চলেছে এবং ভারত থেকে ক্রমবর্ধমানভাবে রপ্তানির পরিমাণ দ্বিগুণ করে ২০২৫ নাগাদ ২০ বিলিয়ন ডলার নিবেশ করবে। ২০২১-এ অ্যামাজন সম্ভব অনুষ্ঠানে অ্যামাজন ঘোষণা করেছিল তারা ২৫০ মিলিয়ন ডলারের ‘অ্যামাজন সম্ভব ভেঞ্চার ফান্ড’ তৈরি করবে যা ‘টেকনোলজি ইনোভেশন’ অভিমুখী স্টার্ট-আপ ও এন্টারপ্রিনারদের জন্য বিনিয়োগ করা হবে। এই ফান্ডের লক্ষ্য হল এন্টারপ্রিনার ও স্টার্ট-আপগুলিকে সহায়তা প্রদান করা যাতে তারা এসএমবি ডিজিটাইজেশনের ক্ষেত্রে উদ্ভাবনী কর্মসম্পাদন করতে পারে।
এপ্রসঙ্গে অ্যামাজন ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার (ইন্ডিয়া কনজিউমার বিজনেস) মনীশ তিওয়ারি জানান, অ্যামাজন ভারতে ক্রমবর্ধমানভাবে ১১.৬ লক্ষেরও বেশি কর্মসৃজন করেছে, এক্সপোর্টের ক্ষেত্রে ৫ বিলিয়ন ডলার নিবেশ করেছে ও ৪০ লক্ষেরও বেশি এমএসএমই’কে ডিজিটাইজ করেছে। এমএসএমই’গুলির সঙ্গে কাজ করার মাধ্যমে অ্যামাজন ভারতে নতুন যন্ত্রপাতি, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে আসার প্রতি জোর দিচ্ছে, যার ফলে এদেশের ব্যবসায়িক ক্ষেত্রে শিল্পোদ্যোগ ও রপ্তানি বৃদ্ধি পাবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানান তিনি।