৫ অগাস্ট থেকে ‘গ্রেট ফ্রীডম ফেস্টিভ্যাল’ শুরু করতে চলেছে অ্যামাজন-ডট-ইন, যা চলবে ৯ অগাস্ট পর্যন্ত। গ্রেট ফ্রীডম ফেস্টিভ্যাল চলাকালীন বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট পেশ করবে ইন্ডিয়ান স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসেস। এই ফেস্টিভ্যাল চলাকালীন গ্রাহকদের প্রচুর সেভিংসের সুবিধা দেওয়া হবে।
গ্রেট ফ্রীডম ফেস্টিভ্যালের সময়ে গ্রাহকরা হাজার হাজার পণ্যসামগ্রী থেকে তাদের পছন্দের জিনিসপত্র বেছে নেওয়ার সুযোগ পাবেন। বিক্রেতাদের মধ্যে থাকছেন আর্টিজান ও উইভার, উওমেন এন্টারপ্রিনার্স, স্টার্ট-আপস, ব্র্যান্ডস ও লোকাল নেবারহুড স্টোর্স। যেসব ক্যাটাগরির সামগ্রী বিক্রয় হবে সেগুলির মধ্যে থাকবে মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেক্ট্রনিক্স, অ্যামাজন বিজনেস, ফ্যাশন ও বিউটি এসেন্সিয়ালস, হোম ও কিচেন, গ্রোসারি, লার্জ অ্যাপ্লায়েন্সেস, ‘ওয়ার্ক অ্যান্ড স্টাডি ফ্রম হোম এসেন্সিয়ালস’, ইত্যাদি। গ্রেট ফ্রীডম ফেস্টিভ্যালের সময়ে কেনাকাটায় গ্রাহকরা এক্সট্রা ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন এসবিআই ক্রেডিট কার্ড ও ক্রেডিট ইএমআই-এর মাধ্যমে। গ্রোসারি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ক্রয়ে পাওয়া যাবে ‘গ্রেট সেভিংস’।