‘অ্যামাজন গ্লোবাল সেলিং প্রপেল স্টার্টআপ অ্যাক্সিলারেটর’-এ অংশগ্রহণকারী বিজয়ীদের নাম ঘোষণা করল অ্যামাজন ও ইনভেস্ট ইন্ডিয়া। এবছরের গোড়ার দিকে ‘স্টার্টআপ ইন্ডিয়া হাব’-এ অ্যাক্সিলারেটর লঞ্চ্ করা হয়েছিল। এর লক্ষ্য হল নতুন ভারতীয় ব্যবসা ও স্টার্টআপ-গুলিকে অ্যামাজনের ই-কমার্স এক্সপোর্টস প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের সর্বত্র গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া এবং ভারতে গ্লোবাল ব্র্যান্ড সৃষ্টি করা। অ্যাক্সিলারেটরে ভারতের স্টার্টআপ ও নতুন ব্যবসায়িক ক্ষেত্র থেকে বিপুল সাড়া মিলেছে এবং ৫০০টিরও বেশি এন্ট্রি এসেছিল দেশের বিভিন্ন স্থান থেকে। এই প্রোগ্রামের সেরা তিন বিজয়ী স্লার্প ফার্ম, সিরোনা হাইজিন ও ওয়েলবিয়িং নিউট্রিশন একসঙ্গে ‘ইকুইটি ফ্রী গ্র্যান্ট’ হিসেবে ৫০,০০০ মার্কিন ডলার জিতে নিয়েছে অ্যামাজন থেকে।
জুরিমন্ডলীর সামনে টপ-১০ ফাইনালিস্টরা তাদের ‘বিজনেস প্রোপোজিশন’ পেশ করেন। জুরিদের প্যানেল নানারকম প্যারামিটারের ভিত্তিতে এন্ট্রিগুলির মূল্যায়ন করেছে। জুরিদের মধ্যে ছিলেন কানওয়ালজিৎ সিং (ফাউন্ডার ও ম্যানেজিং পার্টনার, ফায়ারসাইড ভেঞ্চার্স), সাক্ষী চোপরা (ম্যানেজিং ডিরেক্টর, সিকোইয়া ইন্ডিয়া), অভিজিৎ মজুমদার (হেড, অ্যামাজন সম্ভব ভেঞ্চার ফান্ড অ্যান্ড কর্পোরেট ডেভেলপমেন্ট, অ্যামাজন) ও আস্থা গ্রোভার (হেড, স্টার্টআপ ইন্ডিয়া হাব, ইনভেস্ট ইন্ডিয়া)।