প্রাক-উৎসব সমীক্ষা: অ্যামাজনের প্রতি পূর্ব ভারতের আকর্ষণ জোরালো হচ্ছে

আসন্ন উৎসবের মরসুমের আগে নিয়েলসেন মিডিয়ার সহযোগিতায় অ্যামাজন ইন্ডিয়া ভারতে ৩৫টি শহরের ৮৫১৯ জনেরও বেশি উত্তরদাতাদের নিয়ে একটি প্রাক-উত্সব সমীক্ষা পরিচালনা করেছে।অ্যামাজন ইন্ডিয়ার পক্ষে পরিচালিত এই বিশেষ সমীক্ষাটি পূর্ব ভারতের ক্রেতাদের ক্রমবর্ধমান পছন্দ ও প্রত্যাশা সম্পর্কে মূল্যবান তথ্য সংগ্রহ করেছে। সমীক্ষার ফল থেকে দেখা যাচ্ছে যে পূর্ব ভারতের বাসিন্দারা তাদের উৎসবের ব্যয় বৃদ্ধি করার জন্য প্রস্তুত রয়েছেন। ৪০ শতাংশ ক্রেতা গত মরসুমের তুলনায় এই বছর তাদের উত্সবকালীন বাজেট বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

সমীক্ষায় ই-কমার্সের প্রতি অবিচল আস্থা প্রকাশ করেছেন গ্রাহকরা। পূর্ব ভারতের গ্রাহকরা ই-কমার্স প্ল্যাটফর্মগুলির উপর তাদের বিশ্বাসে দৃঢ়। ৭৪ শতাংশ উত্তরদাতা মনে করেন যে ই-কমার্স প্ল্যাটফর্মগুলি জেনুইন প্রোডাক্ট সরবরাহ করে। ৭৬ শতাংশ উত্তরদাতা ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে উত্সবের কেনাকাটার জন্য অত্যন্ত সুবিধাজনক বলে মনে করেন। সমীক্ষায় অ্যামাজনের প্রাধান্য স্পষ্ট হয়েছে। গ্রাহকদের কাছে অ্যামাজন-ডট-ইন পূর্ব ভারতে উৎসবের কেনাকাটার জন্য সবচেয়ে বিশ্বস্ত অনলাইন প্লাটফর্ম হিসেবে গণ্য হয়েছে। ৪০ শতাংশ উত্তরদাতা এই প্ল্যাটফর্মের উপর তাদের আস্থা প্রকাশ করেছেন। এছাড়া, পূর্ব ভারতের গ্রাহকদের ৬৮ শতাংশ অনলাইন কেনাকাটার জন্য অ্যামাজন-ডট-ইন’কে বিশেষ সুবিধাজনক বলে মত প্রকাশ করেছেন।

বিশেষরূপে বাছাই করা পণ্য নিয়েও সন্তোষ ব্যক্ত করেছেন ক্রেতারা। সমীক্ষায় উৎসবকালীন সেল ইভেন্টগুলির সময় অ্যামাজন-ডট-ইন’এর পণ্য ও ব্র্যান্ডসমূহের বিশাল পণ্যসামগ্রী নির্বাচনের প্রতি গ্রাহকদের প্রশংসা উঠে এসেছে। পূর্ব ভারতের গ্রাহকদের ৭৯ শতাংশ অ্যামাজনের ফেস্টিভ সেল’কে আকর্ষণীয় বলে জানিয়েছেন, যার ফলে কেনাকাটার পছন্দসই প্লাটফর্ম রূপে অ্যামাজন-ডট-ইন আরও শক্তিশালী হয়ে উঠতে সক্ষম হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *