দেশের পাশাপাশি এবার বাড়লো বঙ্গের সংক্রমণের হার

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ এই পরিস্থিতিতে দৈনিক আক্রান্তের নিরিখে শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা তুলনায় আবার বেড়েছে, তবে সুস্থতা একটু বৃদ্ধি পেয়েছে।

ভয় বাড়ছে কারণ আজও একাধিক মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৫.৪৭ শতাংশ। এদিকে সুস্থতার হার আজ দাঁড়িয়ে ৯৭.৬১ শতাংশে।

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৫ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৭৭ হাজার ০০৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৬ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২৯৪ জনের।

অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৩ হাজার ০১৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ২৭ হাজার ৩১২ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৮৭০ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৮ লক্ষ ৩৬ হাজার ৫৩৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।

তথ্য বলছে, আজও সংক্রমণে শীর্ষ স্থানে রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ৫১১ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় আক্রান্ত ৪১৩ জন। সংক্রমণের নিরিখে বেশ কয়েকটি জেলাই ২০০-র কাছে আছে। আবার বর্তমানে রাজ্যের অনেক জেলা নিয়ে বেশি আশঙ্কা তৈরি হয়েছে কারণ সেখানে সক্রিয় রোগী বাড়ছে।

অধিকাংশ জেলাতেই পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপর গিয়েছে। কোনও কোনও জেলায় তা আবার ২০ শতাংশের ওপর, যদিও সেই জেলার সংখ্যা কম। করোনার পাশাপাশি মাঙ্কিপক্স, কালাজ্বর সহ একাধিক ভাইরাস নিয়েও আতঙ্ক বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *