চা তৈরির সাথে সাথে, পোকা তাড়ানো থেকে ফেস স্ক্রাব আর কি কি কাজে লাগে টি ব্যাগ?

চটজলদি চা তৈরি করার জন্য সবথেকে সহজ উপায় হল টি ব্যাগের ব্যবহার। কিন্তু কেবল চা তৈরিই নয়। ঘরোয়া একাধিক কাজে লাগে টি ব্যাগ। চা তৈরি ছাড়াও টি ব্যাগ কোন কোন কাজে লাগাবে জেনে নিন। টি ব্যাগ ব্যবহার করতে পারেন ত্বককে উজ্জ্বল করতে ফেস স্ক্রাব হিসাবে। টি ব্যাগ কেটে ভিতরের চা গুঁড়ো বের করে মধুর সঙ্গে মিশিয়ে মুখে লাগান। এবং মুখ মাসাজ করুন। মিনিট পাঁচেক রেখে ধুয়ে ফেলুন।

রান্নাঘরে ডাস্টবিন থাকলে তা থেকে, বিশেষ করে এই গরমকালে বাজে গন্ধ ছড়াতে পারে। ব্যবহার করা টি ব্যাগ ডাস্টবিনে ফেলে রাখুন। সমস্ত গন্ধ দূর হয়ে যাবে। ঘরে সুগন্ধের জন্য দামি এয়ার পকেট কেনেন? হাতের কাছে টি ব্যাগ থাকলে আর রুম ফ্রেশনার কেনার দরকার নেই! ব্যবহার করা টি ব্যাগ শুকনো করে নিন, পছন্দের এসেনশিয়াল অয়েল তাতে ছিটিয়ে দিন কয়েক ফোঁটা। এবার ব্যাগগুলো বাথরুমে বা ড্রয়ারের ভিতরে রেখে দিন।

চোখের কোন ফুলে গেলে গরম জলে টি ব্যাগ ভিজিয়ে নিন। তার ভেজা টি ব্যাগ ফ্রিজে রাখুন। তার চোখের উপর রাখুন, ফোলাভাব কমে যাবে। পছন্দের গাছে ফাঙ্গাস ধরেছে? জলে টি ব্যাগ দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেই জলটা স্প্রে বটলে ভরে মাটিতে আর পাতায় স্প্রে করুন সকাল-বিকেল। কমে যাবে ছত্রাক। গরমজলে পেপারমিন্ট টি ব্যাগ ভিজিয়ে নিন। এবার ওই জলে দু’ফোঁটা বাসন মাজার লিকুইড সাবান যোগ করুন। ভালোভাবে মিশিয়ে স্প্রে বটলে ভরে ঘরের কোনায় কোনায় স্প্রে করে দিন। ইঁদুর সহ সব পোকামাকড়ের উৎপাত কমে যাবে।