বালুরঘাট জেলা হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগে, এফআইআর দায়ের করেন মৃতার পরিবার

ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট জেলা হাসপাতালে মেডিসিন বিভাগে। বিষয়টি জানাজানি হতেই সোমবার বালুরঘাট জেলা হাসপাতালের পুরনো ভবনের মেডিসিন বিভাগে বিক্ষোভ দেখায় মৃতার পরিবারের লোকজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী। এদিকে এনিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে মৃতের পরিবার।

অভিযোগ পেলে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ। মৃতের রোগীর নাম দুলাল সরকার(৫৪)। বাড়ি বালুরঘাটের কালিকাপুরে। গত পরশু তাকে হাসপাতালে ভর্তি করে। রক্তল্পতা নিয়ে তাকে ভর্তি করা হয় বালুঘাট জেলা হাসপাতালে।

গতকাল এক বোতল রক্ত দেওয়াও হয়। আর আজ দুপুরে মারা যায় ওই রোগী। পেটের ছবি তোলা হবে বলে রোগীকে না খাইয়ে রাখা হয়৷ অথচ দুপুর হলেও তোলা হয়নি পেটের ছবি। যার জন্য রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন পরিবার। এনিয়ে দায়ের করবেন লিখিত অভিযোগ। 

বাইট- রানি সরকার, মৃতের স্ত্রী।

বাইট- পূজা সরকার, মৃতের পুত্রবধূ।

বাইট- সঞ্জিব মহন্ত, মৃতের প্রতিবশী।

বাইট- কৃষ্ণেন্দু বিকাশ বাগ, সুপার, বালুরঘাট জেলা হাসপাতাল।