নিম্ন মানের কাজের অভিযোগ তুলে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ আটকে দিলো গ্রামবাসীরা।তিনদিন ধরে বন্ধ রাস্তার কাজ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অধীনে চাকুলিয়া বিধানসভার বাজারগাঁও ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হাঁড়ভাঙ্গা এলাকায়। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে হাঁড়ভাঙ্গা থেকে ডাঙ্গিপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার বেহাল দশা ছিল।
স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কারের। এরপর কিছু দিন আগে উত্তর দিনাজপুর জেলা পরিষদ থেকে পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রায় ৬৬ লক্ষ্য টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পাকা ঢালাইয়ের রাস্তা। গ্রামবাসীদের অভিযোগ ঠিকাদার সংস্থাটি রাস্তাটির নিম্নমানের কাজ করছিল। বিষয়টি নজরে আসলে রাস্তার কাজ আটকে দেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের একটাই দাবি রাস্তাটি ভালো করে কাজ করুক ঠিকাদার।অন্যদিকে এবিষয়ে জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম কে জিজ্ঞেস করা তিনি বলেন, রাস্তার কাজ সিডিউল হিসাবে হচ্ছে। এবং কিছু গ্রামের অসাধু ব্যক্তিরা এই ধরনের কাজ করছে। আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে যাতে রাস্তার কাজ ভালো করে হয় এই আশ্বাস দিয়েছেন তিনি।