আবুতারায় রাতের অন্ধকারে ষাঁড়গরু পাচারের অভিযোগ। এই নিয়ে রবিবার সকাল এগারোটা নাগাদ নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশের তরফে জানানো হয় ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার গভীর রাতে আবুতারায় রাতের অন্ধকারে চলছিল ষাঁড়গরু পাচারের চেষ্টা। হাতেনাতে ধরল পুজো কমিটি। পুজো কমিটি তৎপর হয়ে গাড়ির ড্রাইভার সহ উদ্ধার হওয়া গরুটিকে তুলে দিল পুলিশের হাতে। ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নং ব্লকের আবুতারা এলাকায়। ঘটনার বিবরণে পূজা উদ্যোক্তারা জানিয়েছেন, যেহেতু সামনেই দুর্গাপুজো তাই তারা রাত জেগে ছিল আর তখনই তাদের চোখে পড়ে একটি ছোট পিকআপ গাড়িতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে দেখে সাধারণ গরু মনে হলেও পরবর্তীতে তারা দেখেন এটি ষাঁড় গরু। তারপর গাড়ির ড্রাইভারকে আটক করে জিজ্ঞাসাবাদ করায় তার কথায় অসঙ্গতি মেলার ফলে তারা গাড়িটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। অপরদিকে দিনহাটা চৌধুরীহাটের বাসিন্দা ওই গাড়ির ড্রাইভার জানান তাকে হাটের গরু পরিবহনের কথা বলে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে যখন সেখানে তিনি গিয়ে দেখতে পান সেটি ষাঁড় গরু তৎক্ষণাৎ তিনি সেটা নিতে অস্বীকার করেন। কিন্তু যারা তাকে ডেকেছিল তারা একপ্রকার জোর করেই তার গাড়িতে সেই গরুটি তুলে দেয়। ইতিমধ্যেই গভীর রাতে দিনহাটা ২ নং ব্লকের আবুতারায় পাচাররত অবস্থায় ষাঁড় গরু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।