হুগলিতে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, আইটিবিপি জওয়ানের বিরুদ্ধে  

আইটিবিপি (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ) জওয়ানের বিরুদ্ধে উঠল মহিলার শ্লীলতাহানির অভিযোগ। সেখানে অভিযুক্তকে বেঁধে রেখে গ্রামবাসীরা ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। পুলিশ সুত্রে জানা যায় যে, রবিবার রাতে স্থানীয় এক হাইস্কুলে ভোটের ডিউটিতে ছিলেন ওই জওয়ান। সেখানেই গ্রামের এক মহিলার সঙ্গে অসভ্য আচরণ করেন ওই জওয়ান।

এরপরই অভিযোগকারী চিৎকার চেঁচামেচি শুরু করেন । তারপর সেখানে আইটিবিপি জওয়ানকে গাছে বেঁধে ফেলেন গ্রামের লোকেরা। এবং ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তারপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় জাঙ্গিপাড়া থানার পুলিশ। এবং ওই জওয়ানকে  সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ওই জওয়ানের সঙ্গে আরও তিনজন আইটিবিপি জওয়ান ছিলেন, তাঁদেরও সেখান থেকে সরানো হয় বলে জাঙ্গিপাড়া থানার পুলিশ জানিয়েছে।

আর অন্যদিকে উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে থাকা বিএসএফ জওয়ানকে সরাল নির্বাচন কমিশন। বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠেছিল। এরপর তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বিএসএফ জওয়ানকে সরাল কমিশন।