টুসু পরবের আনন্দে মশগুল আট থেকে আশি সকলেই

আর মাত্র হাতে গোনা একটি দিন। তারপরেই মকর সংক্রান্তিতে রাঢ় বঙ্গ সহ বাঁকুড়া জেলা জুড়ে আনন্দোৎসবে মেতে উঠবেন সকলেই। তার আগে চলছে ঐতিহ্যবাহি টুসু জাগরণের প্রস্তুতি। নিরবিচ্ছিন্ন একমাসের টুসু আরাধনা শেষে এখন পৌষ সংক্রান্তি উৎসবের ঘোষণা। তার আগে বাঁকুড়া শহর সংলগ্ন জুনবেদিয়া গ্রাম পঞ্চায়েতের হরিয়ালগাড়া গ্রামে দেখা গেল টুসু পরবের আনন্দে মশগুল আট থেকে আশি সকলেই।তবে এতো সবের মধ্যেও আধুনিক নগর সভ্যতার চাপে কমছে টুসুকে নিয়ে উন্মাদনা। মানছেন বর্তমান প্রজন্মের অনেকেই।

টুসু উৎসবে মেতে ওঠা গৃহবধূরা বলেন , টুসু উৎসব মূলতঃ আমোদ প্রমোদের অনুষ্ঠান। নিজেদের সুখ, দুঃখ, অভাব, অভিযোগের কথা এই গানের মধ্যে তুলে ধরা হয়। তবে আধুনিক ‘ডিজিটাল যুগে’ টুসুকে নিয়ে মানুষের উন্মাদনা কমে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *