ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, প্রয়াত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব৷ বয়স হয়েছিল ৮২ বছর৷ সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় রাজনীতির দ্বিতীয় ‘নেতাজি’ মুলায়ম৷ ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া জাতীয় রাজনীতিতে।

বিগত দু’বছর ধরে ভুগছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব৷ শারীরিক সমস্যার কারণে দলের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি৷ ২ অক্টোবর শারীরিক অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যাতেই তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। গত সোমবার থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷

বৃহস্পতিবার চিকিৎসকরা জানান, মুলায়মজির অবস্থা সঙ্কটজনক। এর পর আর পরিস্থিতি পাল্টায়নি। লড়াইয়ে হার মানেন সপা সুপ্রিমো৷ হাসপাতাল সূত্রে খবর, ৮৩ বছরের প্রবীণ নেতার একাধিক সমস্যা ছিল। মূত্রনালিতেও সংক্রমণ দেখা দিয়েছিল৷ তাঁকে সুস্থ করে তোলার বহু চেষ্টা হয়। কিন্তু তারপরও ব্যর্থ হন চিকিৎসকরা।

১৯৩৯ সালের নভেম্বর মাসে উত্তরপ্রদেশের এটাওয়ায় জন্ম মুলায়ম সিং যাদবের। পড়াশোনার প্রতি আগ্রহ ছিল বরাবরের৷ শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞানেই ছিল তিন-তিনটি ডিগ্রি৷ সেখান থেকেই রাজনীতিতে পদার্পণ এবং তিনবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও হন৷ ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত দায়িত্ব সামলান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *