ব্যর্থ হলো সমস্ত প্রচেষ্টা, পুজো পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থকে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার অভিযোগে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবার জেল হেফাজতের সময় বাড়ানো হলো তার। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷

দুর্গাপুজো জেলে কাটাতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, তা স্পষ্ট করে দিল আদালত। জানান হয়েছে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকতে চলেছেন তিনি। এবার সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি। এতএব, বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এই বছর আর নিজের ক্লাব নাকতলায় থাকা হল না নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে।

এদিনও তাঁর মক্কেলের শারীরিক অবস্থার কথা বলে জামিন চান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। জানান, তাঁর মক্কেলের বয়স ৭০ বছর। অন্তত শরীরের দিকে নজর দিয়ে যাতে তাঁকে জামিন দেওয়া হয়। তবে আগেও যেমন লাভ হয়নি, এবারেও হল না। আদালত তাঁকে জেল হেফাজতেই পাঠিয়েছে।

আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে৷  সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, পার্থ প্রভাবশালী ব্যক্তি। তাঁকে জামিন দেওয়া হলে তিনি সাক্ষীদের উপর প্রভাব খাটাতে পারেন। এমনকী তথ্য প্রমাণ নষ্ট করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন সিবিআইয়ের আইনজীবী। এমনকী উদাহরণ টেনে তাঁর প্রশ্ন, পথে দুর্ঘটনা হলে যেমন পরিবহণ মন্ত্রীর কোনও দায় থাকে না, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে তার দায় কী ভাবে পার্থর হতে পারে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *