এডব্লিউএল অ্যাগ্রি বিজনেস লিমিটেড (AWL Agri Business Ltd.) (পূর্বতন আদানি উইলমার) পশ্চিমবঙ্গের বাজারে আনলো নতুন অ্যালাইফ গন্ধরাজ ও নিম সাবান। গন্ধরাজ লেবুর সতেজ ঘ্রাণ ও নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ একত্র করে তৈরি এই সাবানটি ত্বকের যত্নে প্রাকৃতিক ও স্থানীয় উপাদানের প্রতি সংস্থার অঙ্গীকারকে তুলে ধরছে।
এডব্লিউএল অ্যাগ্রি বিজনেস লিমিটেড-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (সেলস অ্যান্ড মার্কেটিং) মুকেশ মিশ্র বলেন, পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও প্রাকৃতিক উপাদানের প্রতি ভালোবাসা থেকেই এই অভিনব সাবানটি তৈরি হয়েছে।
সাবানটি রাজ্যের বিভিন্ন খুচরো দোকান ও ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এর প্রচারে টিভি বিজ্ঞাপন, ডিজিটাল ক্যাম্পেইন, সিনেমা ও মাঠপর্যায়ের কর্মকাণ্ডও চালু হয়েছে।