আগরতলা থেকে শীতকালীন সময়সূচির অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তাদের ফ্লাইট সংখ্যা বাড়ানোর ঘোষণা করেছে। সেপ্টেম্বর ২০২৪ থেকে আগরতলাকে স্টেশন হিসেবে যুক্ত করার পর, সপ্তাহে ফ্লাইট সংখ্যা ১৪ থেকে ২১-এ উন্নীত করা হয়েছে। কলকাতা ও আগরতলা রুটে ফ্লাইটের সংখ্যাও বাড়ানো হয়েছে।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের চিফ কমার্সিয়াল অফিসার ড. অঙ্কুর গর্গ বলেন, “আমরা আগরতলা থেকে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে অর্থনৈতিক বৃদ্ধি, বাণিজ্য ও পর্যটনকে উৎসাহিত করতে চাই।”
কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১৬০টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে। নতুন রুটগুলোর মধ্যে চেন্নাই-গোয়া, দিল্লি-ইন্দোর, শ্রী বিজয়া পুরম (পোর্ট ব্লেয়ার) এবং জম্বু অন্তর্ভুক্ত রয়েছে।