রাজ্যে আসন্ন নির্বাচনের পূর্বে বড় ভাঙ্গন দলে, একাধিক কর্মী যোগদান করলেন তৃণমূলে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আবারও রাজ্যে শুরু হয়েছে ভাঙ্গন, নির্বাচনের আগেই বড় ধাক্কা গেরুয়া শিবিরে। দলবদলের ধারা অব্যাহত রেখেই ভোট পূর্বে এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল তিন শতাধিক বিজেপি কর্মী।

জানা গিয়েছে বোরোডাঙ্গায় তৃণমূলে নাম লেখান তারা। দলের নতুন কর্মীদের হাতে শাসকদলের পতাকা তুলে দেন তৃণমূলের দিনহাটা -১ ব্লক সভাপতি শুধাংশু রায়। পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলাপরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন, ভেটাগুড়ি -২ অঞ্চল সভাপতি সুনীল রায় সরকার ছাড়াও অনেকে।

প্রসঙ্গত, শুধু বিজেপি ছেড়ে তৃণমূলে নয়, তৃণমূল থেকেও কোচবিহারে বহু কর্মী- সমর্থক যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। দিন দুয়েক আগেই উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এলাকায় বহু তৃণমূল কর্মী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করেছেন। সেই সময় দুই শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে নাম লিখিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *