আবার ঊর্দ্ধমুখী সংক্রমণের সংখ্যা

ক্রমাগত ওঠাপড়া লেগেই আছে করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন। তবে চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৬২ জন। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একদিনে দেশে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জন।

রাজ্যগুলিতে সংক্রমণ প্রবনতা সপ্তাহের শুরুর মতো একই রয়েছে। সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮২ জন। মহারাষ্ট্রে দৈনিক আক্রান্ত শুক্রবারও সাড়ে তিন হাজারের নীচেই রয়েছে। তামিলনাড়ুতে দেড় হাজারের বেশি থাকছে। কর্নাটকে গত কয়েক দিন ধরেই তা এক হাজারের নীচে থাকছে। অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ১১০০ থেকে ১২০০-র মধ্যে ঘুরছে। মিজোরামে সংক্রমণ নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বের এই রাজ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *