আবার চিন্তা ধরাচ্ছে দৈনিক সংক্রমনের সংখ্যা

আবারও অস্বস্তি বাড়িয়ে বাড়লো সংক্রমণের সংখ্যা। চিন্তা বাড়াচ্ছে দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বৃহস্পতিবারের বুলেটিন অনুসারে, দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন। দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ পরিস্থিতি। কিন্তু কেরল এবং মহারাষ্ট্রে তা অন্য রাজ্যগুলির তুলনায় অনেকটাই বেশি। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০ জন। তবে দেশের দৈনিক মৃত্যু গত কয়েকদিনের তুলনায় কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৮১ জন কোভিড রোগীর। এ নিয়ে মোট ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। তবে সক্রিয় রোগীর কম হওয়ার যে প্রবণতা অব্যাহত ছিল। তা বদলেছে গত ২৪ ঘণ্টায়। প্রায় ২ হাজার সক্রিয় রোগী বেড়েছে গত একদিনে। এখন দেশে মোট সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ৩২ হাজার ৪১ জন।

অন্যদিকে বাংলার কোভিড গ্রাফ আজ আবার কিছুটা স্বস্তি বাড়াল। গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। আজকের বাংলার তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৮৩১ জন। সংক্রমণের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৬ জন। এরপরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। একদিনে সেখানে আক্রান্ত ৮৩ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। একদিনে সেখানকার ৭৮ জন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ১৪ হাজার ৭০৮ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক দিনে জয়ী হয়েছেন ১ হাজার ১৬১ জন। অন্যদিকে, গত একদিনে রাজ্যে মৃত্যুর সংখ্যা ১৪। যা আগের দিনের তুলনায় খানিকটা কম। রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৯৫৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *