আবার ঊর্দ্ধমুখী হলো দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

ক্রমাগত ওঠা নামা করছে দেশের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। গতকাল বেশ কিছু মাস পর এই সংক্রমণের সংখ্যাটা কমার পর আজ আবার চিন্তা ধরাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, বুধবার দেশের দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৭৮। ১৫৪ দিন পর সোমবার ভারতের করোনা সংক্রমণ ছিল সর্বনিম্ন। কিন্তু গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সেই সংখ্যা। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লক্ষ ৮৫ হাজার ৮৫৭। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৪০ জন। গত পাঁচ দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে মৃত্যুর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৩২ হাজার ৫১৯ জন।  

২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ কমলেও বাড়ল অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৬৭ হাজার ৪১৫ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৪ লক্ষ ৮৫ হাজার ৯২৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৭ হাজার ১৬৯ জন। মারণ ভাইরাসের তৃতীয় ঢেউ রুখে দিতে টিকাকরণের গতিও বাড়াতে বদ্ধপরিকর কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *