ফের অগ্নিগর্ভ হয়ে উঠলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকা। বাম- কংগ্রেস জোটের মিছিলে হামলা। আর এই হামলার জেরে গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। জানা গেছে শাসকদলের দাপটে এখনও পর্যন্ত চোপড়ায় বিরোধীরা মনোনয়নপত্র জমা করতে পারেননি বলে অভিযোগ।মনোনয়পত্র জমা করতে তাঁরা যে সময় মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন, সেই সময় যাওয়ার পথে হামলা হয় বলে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে চোপড়ার কাঠালগুড়িতে। গুলিবিদ্ধ ৩ জনকে আনা হয়েছে ইসলামপুর হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ফের অগ্নিগর্ভ চোপড়া! বাম- কংগ্রেস জোটের মিছিলে চললো গুলি
