ভারতের চলতি বিশ্বকাপে রবিবার দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ভারতের ফিল্ডিং কোচ দিলীপ ঘোষণা করল সেই ম্যাচে দলের সেরা ফিল্ডারের নাম। তিনি জানান শুধুমাত্র একটা বা দুটো ক্যাচ নয় গোটা ম্যাচেই ফিল্ডিংয়ের দিকে বিশেষ নজর রাখি আমরা। দলের সকলেই ভালো ফিল্ডিং করেছে।
তবে আর এক জনের নাম বলতেই হয়। সেটি হল রোহিত শর্মা। সাজঘরে দিলীপের মুখে নিজের নাম শুনে অবাক হয়ে যান ভারতীয় অধিনায়ক রোহিত। তিনি ভাবতেই পারেননি তাঁকে সেরা ফিল্ডারের পুরস্কারের তালিকায় পাবেন। বাকিরা যখন হাততালি দিচ্ছেন, তখন লজ্জা পেয়ে টুপি দিয়ে নিজের মুখ ঢাকেন তিনি।
রোহিত উঁচু মানের ব্যাটার বা অধিনায়ক হলেও ফিটনেসে দলের বাকিদের থেকে কিছুটা পিছিয়ে রোহিত। কারণ বলের পিছনে দৌড়নোর সময়ও রোহিতের খারাপ ফিটনেস সকলেরই চোখে পড়ে। সেই রোহিতই আবার পেয়েছেন সেরা ফিল্ডারের পুরস্কার। সেই তাই হয়ত লজ্জা পেয়ে মুখ ঢেকেছেন তিনি। তবে অবশেষে রোহিতের গলায় সেরা ফিল্ডারের মেডেল পরিয়ে দেন শ্রেয়স আয়ার।