গতকাল সকালে দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় দেখা যায় ছয়টি হাতির একটি দল। দিনভর চেষ্টার পরেও হাতির দলটিকে জঙ্গলে ফেরাতে ব্যর্থ হয় বনদপ্তর। দিনহাটার পর এবার শীতলকুচিতে দাপিয়ে বেড়াতে দেখা যায় ওই ৬টি হাতির দলকে।
আজ সকালে শীতলকুচিতে হাতির হামলায় জখম হন আব্দুল লতিফ মিয়া নামে এক ব্যক্তি। তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কোচবিহারে রেফার করেন। হাতির হামলায় ওই ব্যক্তির পা ভেঙেছে এবং বুকে আঘাত লেগেছে বলে জানা গেছে। এর ফলে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দিনহাটার পর এবার শীতলকুচিতে দিনভর দাপিয়ে বেড়াল ৬ হাতির দল
