হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আবার হাসপাতালে ভর্তি হলো সাহিত্যিক

বেশ কিছুদিন আগেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। ফের আরো একবার শ্বাসকষ্ট-সহ একাধিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেহ গুহ। মঙ্গলবার তাঁর রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায় স্থানাতরিত করা হয়েছে ক্রিটিকাল কেয়ার ইউনিটে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের লেখক। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া, তাঁর লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুদ্ধদেবের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তাতে করোনার সংক্রমণ মেলেনি। পাশাপাশি তাঁর দেহে অ্যামোনিয়ার মাত্রাও বেশি রয়েছে। প্রয়োজনে তাঁকে প্রতি মিনিটে ২ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। চার সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধিদল আপাতত হাসপাতালে তাঁর দেখাশোনা করছে।

চলতি বছরের এপ্রিলে করোনা-সংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছিলেন অশীতিপর সাহিত্যিক। সেই সময় শহরের একটি হোটেলে নিভৃতবাসে থাকার পর তাঁকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩৩ দিনের লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন। ৮৫ বছর বয়সি অতিজনপ্রিয় লেখক বুদ্ধদেব গুহর দেশজুড়ে যে অগণিত পাঠককুল রয়েছেন, তাঁরা সকলেই কামনা করছেন, এবারেও সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ঋজুদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *