পনের বছর নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডে বিশ বছরের সাজা হলো রাজু দাস নামে বিয়াল্লিশ বছরের এক এক সন্তানের পিতাকে। ১৮ জনের সাক্ষ্য বাক্য গ্ৰহনের পর দোষী সাব্যস্ত করে সিক্স পস্কো ধারায় বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস বৃহস্পতিবার দুপুরে রাজু দাসের বিশ বছরের কারাদণ্ড, দশহাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন ।
নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডের ঘটনা ঘটে গত ২০২১ সালে ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে । রাজু দাসের বাড়ি বিলোনিয়া থানাধীন ঈশ্বান চন্দ্র নগর এলকায়। ঘরে বিবাহিত স্ত্রী সহ একটি কন্যা সন্তান রয়েছে। পনের বছর নাবালিকার সাথে পরিচয় হয় মামার বাড়িতে । পরবর্তী সময়ে নাবালিকাটি চোত্তাখোলা বাজারে উৎসবে আসার পর সবার অলক্ষ্যে নাবালিকাকে অপহরন করে নিয়ে যায়। নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে না পেয়ে রাজনগর পিআর বাড়ি থানাতে মামলা দায়ের করে। এরপর বিলোনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজু দাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানাতে। পুলিশ নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজু দাসের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নথিভুক্ত করে বিলোনিয়া আদলতে সোপর্দ করে । দীর্ঘ চার বছর পর নাবালিকা অপহরণ ও ধর্ষণ কান্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রাজু দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিলোনিয়া আদালতের বিচারক। সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত ।