পঞ্চায়েত পূর্বেই বড় ঘোষণা করল আদিবাসী কুড়মি সমাজ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ভোটের দিন ঘোষণার পরই নো ভোট টু টিএমসি’র ডাক দিয়েছিল আদিবাসী কুড়মি সমাজ। আর এবার অন্য কোনও রাজনৈতিক দলের প্রতীকে ভোট নয় বরং কুড়মিদের দাবিকে সমর্থনকারী নির্দল প্রার্থীদের সমর্থন করবে, এমনটাই ঘোষণা করে দিল আদিবাসী কুড়মি সমাজ।

এদিন আদিবাসী কুড়মি সমাজ মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো জানান No ST, No Vote। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে কোনও মতেই সমর্থন নয় বলেই জানিয়ে দিল কুড়মিরা। কুড়মিদের দেওয়ালে সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখন ও রাজনৈতিক প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে কুড়মিদের এই ঘোষণায় যথেষ্টই অস্বস্তিতে পড়েছে শাসক-বিরোধী উভয়েই। কারণ জঙ্গলমহলের এই ভোটারদের ভোটের দিকে তাকিয়ে ছিল সকল রাজনৈতিক দলই। জঙ্গলমহলে কুড়মি সমাজের ভোট একটা বড়ো এবং গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *