চিকিৎসক-এর তরফে জানা গিয়েছে বুদ্ধবাবুর ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল

আবার নতুন করে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে ভর্তি করানো হয়েছে আলিপুরের বেসরকারি হাসপাতালে। দুদিন হল হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড।

বুদ্ধবাবুর চিকিৎসায় গড়া মেডিক্যাল বোর্ডের অন্যতম চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, ‘‘২৪ ঘণ্টার বেশি হয়ে গেছে, ওনার কিন্তু আর জ্বর আসেনি। এর ফলে আমরা নিশ্চয়ই আশাবাদী যে ওনার ইনফেকশনটা কমছে।’’ চিকিৎসক জানিয়েছেন বুদ্ধবাবুর অবস্থা ক্রিটিকাল কিন্তু স্থিতিশীল।

এখনও ১০০ শতাংশ ভেন্টিলেশনেই রয়েছেন তিনি৷ তবে ঘুমের ওষুধ কমানোয় জ্ঞান এসেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর৷ চিকিৎসকদের ডাকেও সাড়া দিচ্ছেন৷ রক্তচাপ এবং হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে। আগামী ৪৮ ঘন্টা কড়া ভেন্টিলেশন পর্যবেক্ষণে রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *