মুখ্যমন্ত্রীর কথায় সরকারের কোষাগারের অবস্থা আশঙ্কাজনক, তা নিয়ে চিন্তিত তিনি

ধীরে ধীরে কম হচ্ছে রাজ্য সরকারের কোষাগার এমনই আশঙ্কা মুখ্যমন্ত্রীর। এই আশঙ্কা নিয়েই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য সরকারের কোষাগারের বর্তমান অবস্থা খুব দুর্বল। গতকাল অর্থাৎ সোমবার কলকাতার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠান ছিল।

এই অনুষ্ঠাননে তিনি বলেন, কোষাগারের অবস্থা নিয়ে তিনি যথেষ্ঠ চিন্তিত। রাজ্যের জনসংখ্যা ১১ কোটি। যেটা ইউরোপের চারটে দেশের সমান বলে তার দাবি। এই অবস্থায় ১০০ দিনের প্রকল্প সহ অন্যান্য বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের টাকা কী ভাবে মেটানো হবে তা নিয়ে চিন্তিত তিনি।

তবে অন্যদিকে এই পরিস্থিতির মাঝে, সম্প্রতি পুজোর অনুদান হিসেবে ৬০ হাজার টাকা করে সব ক্লাবকে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এখানেই সকলের প্রশ্ন, টাকা যদি নাই থাকে তাহলে অনুদান দেওয়া হচ্ছে কী ভাবে।

রাজ্যের ভাঁড়ার নিয়ে আগেও মন্তব্য করতে শোনা গিয়েছিল। ওদিকে সরকারি কর্মচারীদের ডিএ বকেয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়েছে। এই পরিস্থিতিতে বাড়ছে বিতর্ক।

অন্যদিকে, দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর উদ্ধার হয়েছে প্রচুর টাকা। সেই টাকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। রাজ্যের মানুষের চক্ষুচড়কগাছ হয়েছে তা দেখে। টাকা উদ্ধারের ঘটনার পরেও এই ইস্যুতে ক্ষোভ বেড়েছে অধিকাংশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *