রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে পিএইচডিতে দুর্নীতির অভিযোগ তুলে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলন করলেন এবিভিপির রাজ্য সম্পাদক (উত্তরবঙ্গ) শুভব্রত অধিকারী। এদিন এবিভিপির তরফ থেকে বিশ্ব বিদ্যালয়ে গেটের সামনে দাঁড়িয়ে বিশ্ব বিদ্যালয়ে কর্মরত চার অধ্যাপক পিএইচডিতে জালিয়াতি করেছে বলে অভিযোগ তোলা হয়। স্বপন পাইন,ঝুমু সাহা,মুকুল সাহা, সঞ্জীব মন্ডল এবং বিশ্ববিদ্যালয়ের ইউজি সেক্রেটারি দিবেন্দু ভট্টাচার্য, পিএইডি করিয়েছিলেন তৎকালীন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালি। যা একে বারেই অনৈতিক বলে দাবি করেছেন শুভব্রত অধিকারী। এছাড়া বিদেশ ভ্রমণের শর্তে বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক তাপস পাল বাংলাদেশের এক ব্যক্তি এএসএম ওয়াইদুল্লাহকে পিএইচডি করতে সাহায্য করেছিলেন যা করতে সাহায্য করেছিলেন অনিল ভুঁইমালি। একজন উপচার্য তাঁর অধীনে কি করে এই পাঁচ জনকে পিএইচডি করালেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভব্রত। আর এই অভিযোগের ভিত্তিতে অবিলম্বে ওই পাঁচ অধ্যাপককের পিএইচডি বাতিলের দাবি তোলার পাশাপাশি এই দুর্নীতির তদন্তের জন্য যা যা আইনি পদক্ষেপ দরকার তা নেওয়া হবে বলে জানান শুভব্রত অধিকারী।