নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবিভিপির পক্ষ থেকে পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন। এবিভিপির আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের অফিস চত্বরে। এবিভিপির সমর্থকরা পুলিশ সুপারের দপ্তরের সামনে পৌঁছালে বিশাল পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। সেখানেই অবস্থানে বসে পড়ে এবিভিপির সমর্থকরা। এবিভিপির সমর্থকরা দুপুর দুটো পর্যন্ত পুলিশ সুপারকে সময়সীমা বেধে দেয় দেখা করার জন্য। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে পারেননি আন্দোলনকারীরা। অবশেষে তাদের স্মারকলিপি পুড়িয়ে সেখানে প্রতিবাদ জানায় এবিভিপির সদস্যরা।