বাকিবুরের নামে প্রায় ১০০০ কাঠা জমির খোঁজ পাওয়া গেল আমডাঙায়

আমডাঙা ব্লকের সাধনপুর ও আদহাটা গ্রাম পঞ্চায়েতে বাকিবুর রহমানের নামে প্রায় ১০০০ কাঠা জমির খোঁজ পাওয়া গিয়েছে। এই জমির ছোট একটি অংশে রয়েছে একটি রিসর্ট। আর বাকি পুরোটাই রয়েছে পাঁচিল ঘেরা। তবে এখানে নাকি FCI এর গুদাম তৈরি হবে বলে জমি কেনা হয়েছিল।

বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ জমি ও সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে বাকিবুরের নামে।বাদুড়িয়া ও দেগঙ্গায় বিঘার পর বিঘা জমি পাওয়া গিয়েছে বাকিবুরের নামে। ইডি সূত্রে এবার কলকাতার একাধিক অভিজাত এলাকায় ফ্ল্যাট, চিনার পার্কে ও দিঘায় বাকিবুরের হোটেল রয়েছে বলে জানিয়েছেন। ২০১৬ সালে বাকিবুর সেই জমি কিনেছেন বলে জানা গিয়েছে। বিএলআরও দফতরের নথি বলছে জমিটি রয়েছে বাকিবুরের নামে।

জমিটিতে মাটি ফেলে পাঁচিল দিয়ে ঘেরা হয়েছিল। তার পর থেকে সেভাবেই পড়ে রয়েছে সেই জমি।স্থানীয়রা জানিয়েছেন, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে কার্যত জোর করে এই জমিটি বকলমে কিনেছিলেন বাকিবুর।সে জলের দরে কিনে নেয় সেই জমি।তিনি কথা দেন সেখানে চালকল হবে। কিন্তু আজ পর্যন্ত গোটা আমডাঙা ব্লকে একটাও চালকল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *