বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শহিদ মিনারে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীদের একাংশ। কিন্তু সেখানেই তৃণমূল ছাত্র যুব সমাবেশ আয়োজিত হবে এবং বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুমতি মিলেছে।
তবে এই অনুমতি কী ভাবে মিলল সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। তবে তাঁদের বিরোধিতা কাজে আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতির রাজাশেখর মান্থা। আদালতের স্পষ্ট নির্দেশ, পুরো সভায় সিসিটিভি এবং ভিডিও নজরদারি করতে হবে। যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তা নিশ্চিত করতে হবে পুলিশকে। নজরদারি শুধু নয়, নিশ্চিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে।
এছাড়া নির্দেশ এসেছে, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনারকে গেটে ঢোকা থেকে বেরোনোর সমস্ত জায়গাতেই রাখতে হবে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে। আর জনসভা যেখানে হবে সেখানে বাঁশ দিয়ে পুরো জায়গা ঘিরে দিতে হবে। অন্যদিকে এক দিনের অনুষ্ঠান হলেও সেখানে আগে থেকেই যারা অবস্থান আন্দোলনে করছেন তাদের কোন ভাবেই উত্যক্ত করা যাবে না।