ভারতে বিনোদন এবং রাজনীতি অঙ্গাঙ্গীভাবে জড়িত। এর আগেও অনেক বলিউড তারকা তাদের ক্যারিয়ার শেষ করে রাজনীতিতে প্রবেশ করেছেন। সুনীল দত্ত, হেমা মালিনী, রাজেশ খান্না, ধর্মেন্দ্রর মতো তারকাদেরও সফল রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। বলা যায়, অভিনয়ের পাশাপাশি রাজনীতিকে প্রায় বিকল্প পেশা হিসেবে বেছে নিয়েছেন তারকারা।
এবার শোনা যাচ্ছে 2024 সালের লোকসভা নির্বাচনে বড় চমক বচ্চন পরিবার! বাবা-মায়ের মতোই রাজনীতির মাঠে নামতে চলেছেন অভিষেক বচ্চন।
জানা গেছে, জুনিয়র বচ্চন রাজনীতিতে নামছেন না, তিনি লোকসভা নির্বাচনেও প্রার্থী। ‘দম’, ‘ঘুমর’, ‘ধুম 4’, ‘হাউসফুল 5’-এর মতো বেশ কয়েকটি ছবি থাকলেও এই মুহূর্তে বক্স অফিসে এক বছর ধরে অভিষেক বচ্চনের অবস্থান ভালো নয়! যে কারণে রাজনীতির ভাগ্য নির্ধারণে আসছেন এই অভিনেতা! মা জয়া বচ্চনের মতো সমাজবাদী পার্টির হয়ে লড়তে চলেছেন অভিনেতাও।
রাজনৈতির সঙ্গে বচ্চন পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
1984 সালে, অমিতাভ বচ্চন তার বন্ধু রাজীব গান্ধীর পক্ষে এলাহাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিপুল ভোটে জয়ী হয়েও মাত্র তিন বছরে সক্রিয় রাজনীতিকে বিদায় জানান তিনি। যাইহোক, জয়া বচ্চন 2004 সাল থেকে সক্রিয়ভাবে রাজনৈতিক অঙ্গনে রয়েছেন। প্রবীণ বলিউড অভিনেত্রী দীর্ঘদিন ধরে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির রাজ্যসভার সদস্য।
এবার শোনা যাচ্ছে মায়ের দলে নাম লেখাতে চলেছেন ছেলে অভিষেক।
যদিও সংশ্লিষ্ট রাজনৈতিক দল বা অভিষেকের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ‘ভারত সমাচার’ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইতিমধ্যেই অভিষেক বচ্চনের রাজনৈতিক অধ্যায়ের অভিষেক নিয়ে জল্পনা শুরু হয়েছে।
অভিষেককে শেষ দেখা গিয়েছিল অজয় দেবগনের ‘ভোলা’ ছবিতে। এর আগে ‘দশভি’ ছবিতেও রাজনীতিকের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
গুজব ছড়িয়েছে যে জুনিয়র বচ্চন পর্দার রাজনীতিকের মতো বাস্তব জীবনে সেই ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। আর সেই গুঞ্জনে সাড়া দিচ্ছেন ভক্তরাও। তাদের অনুভূতি প্রকাশ করে। কারো কারো মতে, অভিনয়ের চেয়ে রাজনীতিতে ভালো করবেন অভিষেক। এখন সময়ই বলে দেবে, অভিষেকের ভবিষ্যৎ পরিকল্পনা কোথায় যায়। সেই অপেক্ষায় ভক্তরাও।