ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে। এই পরিস্থিতির প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। বাদ পড়েনি বিনোদন জগৎও। আগামী দিনের পরিকল্পনায় নানা বদল আনছেন ভারতীয় ছবির নির্মাতারা। এ বার সিদ্ধান্তে বদল আনলেন আমির খানও।
আমিরকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বহু প্রতীক্ষার পর, অনুরাগীরা অপেক্ষা করে ছিলেন তাঁর আসন্ন ছবি ‘সিতারে জ়মিন পর’-এর মুক্তির জন্য। ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির প্রথম ঝলক।
আমির খানের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে, “সীমান্তে যা ঘটছে এবং সারা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলক মুক্তি পিছিয়ে দিয়েছেন। আমাদের সেনাবাহিনীতে যাঁরা লড়ছেন, তাঁদের নিয়েই আমির এখন ভাবিত। এই সময়ে ঐক্যবদ্ধ থাকা এবং সংযম রাখা জরুরি।” ভারত-পাক পরিস্থিতির কথা মাথায় রেখে ফের সিদ্ধান্তে বদল আনলেন আমির খান।