বুধবার জম্মু-কাশ্মীরের জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল বাসটি। হঠাৎ একটি খাদের পাশ দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয় অন্তত বেশ কয়েকজন মানুষের। দুর্ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের ডোডা জেলায়।
খবর অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। হঠাৎ করে যাত্রীবহ বাসটির চাকা পিছলে ৩০০ ফুট গভীর খাদে পড়ে বাসটি। খবর পেয়ে দ্রুত সেখানে পৌছোয় প্রশাসনের লোকজন। তারপর সেখানে শুরু হয় উদ্ধারকাজ।বেশ কয়েক জনকে উদ্ধার করাও সম্ভব হয়েছে।
ইতিমধ্যে মৃত্যু ৩৫ জন যাত্রীর। কয়েক জনের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। দুর্ঘটনার খবরে গভীর শোকপ্রকাশ করেছেন মনোজ সিংহ। তিনি শোকবার্তায় লিখেছেন, “ডোডায় বাস দুর্ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়াও দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।