বন্য হাতির আক্রমণে প্রাণ হারাল এক চা শ্রমিক

মূখে আলো পরতেই তেড়ে এলো, মানুষ এবং বন্য প্রাণের সংঘাতে নিমেষেই ঝড়ে গেলো তরতাজা একটি প্রাণ। ডুয়ার্সে মানুষ এবং বন্য প্রাণের সংঘাত অব্যাহত। সর্ব শেষ ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে মেটেলি থানার অন্তর্গত গরুমারা জঙ্গল লাগোয়া বড় দিঘি বনবস্তিতে। সারাদিন কাজ করে রাতের খাবার খেয়ে আর পাঁচ জনের মতো ঘরেই ঘুমিয়ে ছিলেন নন্দু খেরিয়া (৩৬)।

বস্তিতে হাতি ঢুকেছে চিৎকারে ভেঙে যায় ঘুম ,অন্যান্য দের সঙ্গে হাতিকে জঙ্গলে ফেরানোর নিত্যদিনের লড়াইয়ে যোগ দেয় নিজেও, অন্ধকারে দাঁড়িয়ে থাকা হাতির মুখে বন বিভাগের বিশেষ টর্চের আলো পরতেই ক্ষেপে ওঠে গজরাজ, সামনে তখন মৃত নন্দু খেরিয়া, নিমেষেই শুরে পেচিয়ে পায়ে পিষে দেয় তরতাজা আদিবাসী এই চা বাগান শ্রমিককে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বন বিভাগের খুনিয়া স্কোয়াডের কর্মীরা। গুরুতর আহত নন্দু খেরিয়াকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মঙ্গলবার মৃ*তদেহের ময়না তদন্ত করা হবে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে।