আচমকাই পরিবর্তন করা হল প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের দিনক্ষণ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর। পরিবর্তন হল প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের দিনক্ষণ।

মালদা, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার ইন্টারভিউয়ের দিন পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদা জেলার পরীক্ষার্থীদের ইন্টারভিউ হবে আগামী ১১ এবং ১২ই মে। অন্যদিকে, মুর্শিদাবাদ জেলায় আগামী ১৫, ১৬ এবং ১৭ই মে ইন্টারভিউ নেওয়া হবে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে মে মাসের ২২, ২৩ এবং ২৪ তারিখ।

সকল প্রার্থীরা পর্ষদের ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করতে পারবেন। একথা জানিয়েছেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোটা এই পক্রিয়া মে মাসের মধ্যে শেষ করার কথাও জানানো হয়েছে। পাশাপাশি আগামী দুমাসের মধ্যেই ১২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। তবে গোটা এই নিয়োগ পঞ্চায়েত নির্বাচনের আগেই হবে না পরে সেই নিয়ে এখনও কিছু বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *