বন্ধুর কুকুরকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় এক ছাত্রের

বন্ধুর পোষা কুকুরকে জল থেকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় ভোপাল এনআইটি-এর বি-টেক স্নাতকের। পড়ে কুকুরটি নিরাপদে পাড়ে চলে এলেও ছাত্রটি জলে ডুবে মারা যায়। মৃত ছাত্রের নাম সরল, বয়স ২৩। সরল তাঁর মা-বাবার একমাত্র সন্তান ছিলেন। সে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

তদন্তকারীর এক আধিকারিক জানিয়েছেন, সরল দুইজন বন্ধুর সাথে সকালে জঙ্গল ক্যাম্পে হাঁটাতে বেড়িয়েছিলেন। তাঁদের মধ্যে একজন তাঁর কুকুরকে সঙ্গে নিয়ে বেড়িয়েছিলেন। প্রায় সাড়়ে আটটা নাগাদ, তাঁরা জলাশয়ের পাশ দিয়ে হাঁটছিল, ঠিক সেই সময় কুকুরটি জলে পড়ে গেলে তাঁরা কুকুরটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তারা একে অপরের হাত ধরে জলে নেমে কুকুরের বাঁচানোর চেষ্টা করলে জলের স্রোতে পা পিছলে জলে পড়ে যায় সরল। তাঁরা তাঁকে বাঁচানোর জন্য  তীরে পৌঁছোতে পারলেও গভীর স্রোতে ভেসে যায় সরল।

তারা রতিবাদ পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পৌঁছোয় ডুবুরি ও এসডিইআরএফ-সহ পুলিশ। তবে তাঁরা আসার এক ঘণ্টা পর মেলে সরলের মৃতদেহ। পুলিশ জানিয়েছেন, সরল ১০-১৫ ফুট জলে ডুবে মারা গিয়েছেন। তাঁরা জানিয়েছেন ছেলের মৃত্যুর খবর পেয়ে সরলের বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। পুলিশ আরও জানিয়েছেন যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁরা এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে।