বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেওয়া হয়েছে কোর্ট নোটিশ।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশন তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সময় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছিল, যে সময়কালে শিক্ষক নিয়োগ দুর্নীতি হওয়ার অভিযোগ উঠেছে, সেই সময় এসএসসির চেয়ারম্যানের পদে ছিলেন সুবীরেশ।
চাকরিপ্রার্থীদের প্রাপ্ত নম্বর নিয়ে কারচুপির ক্ষেত্রে সুবীরেশ প্রধান ভূমিকা নিয়েছিলেন বলে অভিযোগ। এবার তাঁর জামিনের আবেদনের ক্ষেত্রে সিবিআইয়ের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সঞ্জয় করোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য জানতে চেয়ে নোটিশ জারি করেছেন।