দেশে পাওয়া গেলো ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্টের সন্ধান

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যে করোনা প্রজাতি প্রায় ৬০ শতাংশ সংক্রমণ ঘটিয়েছে, যাকে আপাতত সবথেকে ভয়ঙ্কর প্রজাতি বলা হচ্ছে, ওমিক্রনের সেই BAQ1 প্রজাতির হদিশ এবার মিলল ভারতে!

মহারাষ্ট্রের পুনেতে এই সাব ভ্যারিয়েন্টের সন্ধান পাওয়া গিয়েছে বলে খবর। বিশেষজ্ঞরা আরও বেশি আতঙ্কিত হচ্ছেন করোনার এই নয়া প্রজাতির জন্য। একবার যদি এই সংক্রমণ আবার আগের মতো বাড়তে শুরু করে তাহলে তা ঠেকানো মুশকিল হবে এটা সকলের জানা। তাই এখন আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে কার কী উপসর্গ দেখা যাচ্ছে সেই বিষয়েও খেয়াল রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই নতুন প্রজাতির উপসর্গের মধ্যে আছে জ্বর, শ্রবণশক্তির সমস্যা, বুকে ব্যথা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড পজিটিভ হয়েছেন ১ হাজার ৯৪৬ জন। এই একই সময়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৪১৭ জন। এখনও পর্যন্ত দেশে ২১৯ কোটি ৪১ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৩ লক্ষ ৭৬ হাজার ৭৮৭ ডোজ পেয়েছেন দেশবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *