আজ থেকে রাজ্যে চালু হবে নতুন এক প্রকল্প

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে নতুন করে আবার নতুন করে নানান পরিকল্পনা শুরু হয়েছে শাসকদলের পক্ষ থেকে। ‘নবজোয়ার’ কর্মসূচি থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথোপকথন কোন কিছুর ত্রুটি রাখছে না শাসকদল।

এবার মানুষের সমস্যা সরাসরি শুনতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষের নানা সমস্যার কথা শুনতে এবার ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ প্রকল্প শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকেই শুরু হবে এই নয়া কর্মসূচি। মমতার কথায়, সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬’টা পর্যন্ত ফোন করে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি অভাব অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষরা।

প্রসঙ্গত উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটের আগে একই লক্ষ্যে চালু হয়েছিল ‘দিদিকে বলো।’ হাজারো অভাব অভিযোগ নিয়ে মানুষ এক ফোন কলে সরাসরি পৌঁছে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রীর দরবারে। সেই কর্মসূচিতে নাকি অভূতপূর্ব সাড়া মিলেছিল, দাবি তৃণমূলের। তার সাফল্য মাথায় রেখেই পঞ্চায়েত ভোটের আগে ফের এই নতুন জনসংযোগ কর্মসূচি আনল ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *