ওষুধ সংক্রান্ত সমস্যা নিয়ে কেন্দ্র সরকারের তরফে বড় ঘোষণা

বর্তমান সময়ে শারীরিক সমস্যার মতই, ওষুধও মানুষের প্রায় নিত্য সঙ্গীয় বলা চলে। প্রায় প্রত্যেকের ঘরেই প্রয়োজনীয় বেশ কিছু ওষুধ সর্বদা রেখে দেওয়া হয় ফার্স্ট এইড বক্সে। তবে বেশ কিছু ক্ষেত্রে দোকান থেকে একটি বা দুটি ওষুধ কেনা যায় না তার পরিবর্তে কিনতে হয় পুরো গোটা পাতাটাই। বিপদে পড়তে হয় ক্রেতাদের।

তবে এবার কেন্দ্র সরকারের ঘোষণায় বদলাতে চলেছে এই নিয়ম। সাধারণের কথা চিন্তা করে আসছে নতুন পরিকল্পনা। কেন্দ্রীয় মন্ত্রকের তরফে প্রকাশ হয়েছে, এতদিন পর্যন্ত ওষুধের পাতার কেবলমাত্র একটি জায়গায় প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকতো তবে এবার থেকে প্রতিটি ট্যাবলেটে তৈরির তারিখ, ব্যাচ নম্বর, মেয়াদ উত্তীর্ণ তারিখের মতন বিশদ বিবরণ দেওয়া হবে।

এতে খুব সহজেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন উপভোক্তা এবং ক্রেতারা। এছাড়াও এবার প্রয়োজন হলে দোকান থেকে কেনা যাবে একটি বা দুটি ওষুধ। সম্পূর্ণ ওষুধের পাতা আর কিনতে হবে না। এ বিষয়ে ওষুধ শিল্পের প্রথম সারির শিল্প নেতাদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন উপভোক্তা বিষয়ক মন্ত্রক। বৈঠকে আলোচনা হয়েছে প্যাকেজিং বিষয় নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *