আরও কিছুটা শিথিল হল বাংলায় বিধিনিষেধের নিয়ম

করোনা সংক্রমণের প্রধান উপায় টিকাকরণ এবং কড়া বিধিনিষেধ। তাই করোনার দ্বিতীয় ঢেউ রোধে টিকাকরণের পাশাপাশি বিগত এক মাস ধরে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ। এবার বাংলায় বিধিনিষেধের মেয়াদ বাড়ল আরও। কড়া বিধিনিষেধের পাশাপাশি ধীরে ধীরে আরও কিছুটা শিথিল হল নিয়ম। যদিও সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। করোনা নিয়ে বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বহাল, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার রাজ্যে চালু করা হচ্ছে গণ পরিবহন পরিষেবা। চলবে সরকারি-বেসরকারি বাস। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলতে পারবে সরকারি-বেসরকারি বাস। ছাড় পেল অটো-টোটা-সহ অন্যান্য সড়ক পরিবহণ।

তবে আপাতত আপাতত লোকাল ট্রেন ও মেট্রোয় বহাল বিধিনিষেধ। জানিয়েছিলেন, এখনই লোকাল ট্রেন চালালে করোনা আরো ছড়িয়ে পড়তে পারে। বাংলার করোনা পরিস্থিতি সামলানোর পরেই লোকাল ট্রেন চালুর কথা ভাবা হবে বলে জানান তিনি। খুলছে সেলুনও। সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা থাকবে সব্জি, মাছের দোকান। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অফিস খোলা থাকবে। সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাকি সমস্ত দোকান খোলা থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *