উদ্ধার হওয়া একের পর এক ডায়রি থেকেই প্রকাশ্যে আসছে একাধিক তথ্য

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার রেশন দুর্নীতির মামলায়।

উল্লেখ্য, গত দুই বছরে প্রচুর অবৈধ রেশন কার্ড বাতিল করেছে প্রশাসন। যারমধ্যে কেবল মুর্শিদাবাদেই প্রায় ৮ লক্ষ ২৬ হাজার রেশন কার্ড বাতিল করা হয়েছে।

সূত্রের খবর, বর্তমানে রাজ্যে প্রায় ১০ কোটি ৭০ লক্ষ রেশন কার্ড রয়েছে। তথ্য সামনে আসা মাত্রই তদন্ত শুরু করে প্রশাসন। এবং তারপর দেখা যায়, গোটা রাজ্যে ৮ কোটি ৭৮ লক্ষ সঠিক রেশন কার্ড রয়েছে। বাকি ২ কোটি কার্ড জাল। আপাতত প্রশাসনের তরফ থেকে এই ২ কোটি রেশন কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। তবে উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে নিস্ক্রিয় কার্ড পুনরায় সক্রিয় করা হবে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *