ভি ও এল-অ্যান্ড-টি’র যৌথ উদ্যোগ

ভারতে একটি প্রাইভেট এলটিই এন্টারপ্রাইজ নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যে এলঅ্যান্ডটি স্মার্ট ওয়ার্ল্ড অ্যান্ড কমিউনিকেশন (এসডব্লুসি) ও ভোডাফোন আইডিয়া লিমিটেড (ভি) হাত মিলিয়েছে।

এই দুইটি কোম্পানির উদ্যোগে সুরাটের হাজিরাতে এলঅ্যান্ডটি হেভি ইঞ্জিনিয়ারিং-এর ‘এ এম নায়েক হেভি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স’-এ একটি ‘অ্যাক্সিলারেটেড প্রুফ অফ কনসেপ্ট’ (পিওসি) নির্মিত হবে। অন্যদিকে, এলঅ্যান্ডটি এসডব্লুসি ও ভি ‘পাবলিক সেফটি’, ‘স্মার্ট অ্যান্ড কানেক্টেড হেলথ’ প্রভৃতি ক্ষেত্রে ৫জি ট্রায়ালের জন্য সরকার প্রদত্ত ৫জি স্পেক্ট্রাম দ্বারা ৫জি ইউজ কেস ট্রায়ালের জন্য সহযোগী হয়েছে।

উভয় কোম্পানির এই উদ্যোগের লক্ষ্য হল এলঅ্যান্ডটি’র স্মার্ট সিটি প্লাটফর্ম ব্যবহার করে আইওটি ভিত্তিক ‘৫জি ইউজ কেসেস’, ভিডিয়ো এআই টেকনোলজি পরীক্ষা ও বাস্তবায়িত করা। প্রসঙ্গত, নোকিয়ার টেকনোলজি-ভিত্তিক প্রাইভেট এলটিই পিওসি ‘এলঅ্যান্ডটি হেভি ইঞ্জিনিয়ারিং ম্যানিফ্যাকচারিং ফ্যাসিলিটি’তে উচ্চমানের ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য প্রয়োজনীয় বিপুল সংখ্যক মেশিনারি, কানেক্টেড ডিভাইসেস এবং আইওটি’র জন্য কভারেজ, কমিউনিকেশন ও কাস্টমার এক্সপিরিয়েন্স সংহত করার উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *