ঘন কুয়াশার মধ্যে গভীর রাতে দলছুট হাতির তাণ্ডব গ্রামে

ঘন কুয়াশার মধ্যে গভীর রাতে দলছুট হাতির তাণ্ডব গ্রামে। জানা যায়, ধূপগুড়ি ব্লকের সোনাখালি জঙ্গল থেকে একটি দল ছুট দাঁতাল ঢুকে পড়ে গ্রামে। আচমকাই জানালা, ঘড়ের বেড়া ভাঙ্গার আওয়াজ কানে ভেসে আসে। বাড়ির মালিক দেখেন একটি সুর নড়ছে তাকে ধরার চেষ্টা করছে। চিৎকার করে ঘরের থেকে বাইরে বেরিয়ে আসেন সকলে। হাতি ঢুকেছে গ্রামে এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষের রাতের ঘুম উড়ে যায়। খবর যায় বনদপ্তরের কাছে। ততক্ষণে ১০ টি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দল ছুট হাতিটি। বহু প্রচেষ্টার পর সেই হাতিটিকে বনদপ্তর আবার জঙ্গলে ফিরিয়ে দেয়। এলাকাবাসীর অনুমান খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিয়েছিল হাতিটি। এদিকে প্রায় প্রতিদিন রাতে, লোকালয়ে হাতির হামলার ঘটনা বাড়ায় রীতিমতো ক্ষুব্ধ বাসিন্দারা।