বিরাট উদ্যোগ কলকাতা পুরসভার তরফে

পূর্বে বহুবার নিষেধ সত্বেও মানা হয়নি কিছুই। রাস্তাঘাটে বেরিয়ে যেখানে সেখানে অবৈধ বা বেআইনি পার্কিংয়ের জেরে হামেশাই সমস্যার সম্মুখীন হতে হয় পথ চলতি সাধারণ মানুষকে। এমনকি ঘটে যায় দুর্ঘটনাও। তবে এবার এই সমস্যার সমাধান করতেই বিরাট উদ্যোগ নিল কলকাতা পুরসভা।

জানা যাচ্ছে, এই অনিয়ম এবার আর বরদাস্ত করা হবে না। এবার থেকে এমন অপকর্ম করলেই দিতে হবে তার খেসারত। এরফলে একপ্রকার বাধ্য হয়েই আইন মেনে গাড়ি পার্কিং করবেন আইনভঙ্গকারী গাড়ির মালিক ও চালকরা। কলকাতা পুরনিগম সূত্রে খবর, ইতিমধ্যেই কলকাতা পুরনিগমের পার্কিং বিভাগ বিশেষ ধরনের সফ্টওয়্যারের সাহায্যে একটি অ্য়াপ তৈরি করার প্রয়াস শুরু করেছে।

এই অ্য়াপ তৈরি হলে তার মাধ্যমেই বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়া যাবে। নতুন অ্য়াপের মাধ্যমে শহরের কোনও বেআইনিভাবে গাড়ি পার্কিং করলেই সেই গাড়ি ও তার নাম্বার প্লেটের ছবি তুলে তা মোটর ভেহিকল বিভাগের কাছে পাঠিয়ে দেওয়া হবে।