ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কোতয়ালী থানার অন্তর্গত বেরুবাড়ীর রাধা কৃষ্ণ মন্দিরে। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, এদিন সকালে বছর ৬০ এর মায়া রানি দাস ঠাকুরকে পূজো দিতে গিয়ে মন্দিরে প্রবেশ করে, সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা বিষাক্ত সাপ মায়া রানি দাসকে ছোবল মারে, মায়া রানী দেবীর চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরা ছুটে এসে আহত মায়ারানি কে দ্রুত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে মৃতার ছেলে ভবতোষ দাস জানান, এর আগেও সাপ দেখা গিয়েছিল তখন বন বিভাগ সাপটিকে ধরে আশেপাশে ছেড়ে দিয়ে গিয়েছিল, আজ মা সকালে পুজো দিতে মন্দিরের দরজা খুলতেই পর্দার আড়াল থেকে পায়ে ছোবল দেয় সাপটি।